ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

মাধবপুরে বালি ও মাটি দস্যুদেরকে ভ্রাম্যমাণ আদালতে আড়াই লক্ষ টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আজ ১১ আগস্ট বুধবার এলাকাবাসীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মরা কাষ্টি নদীর পার্শ্ববর্তী মাল্লা-ধনকুড়া বন্দ হাওড়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক এক যৌথ অভিযান পরিচালিত হয়। পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় পরিচালিত এ অভিযানে বাণিজ্যিক উদ্দেশ্যে ড্রেজার মেশিনের সাহায্যে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় অভিযুক্ত ব্যক্তিকে ২ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এর পূর্বে আরেকটি অভিযানে আজ মাধবপুর পৌরসভার শিবপুরে ফসলি জমি থেকে বিপণনের উদ্দেশ্যে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অপরাধে ৫০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

ads

Our Facebook Page